প্রাচীন জনপদ গলসি রাঢ় বাংলার মধ্যমণি বর্ধমান জেলার এক প্রাচীন জনপদ গলসি।এই অঞ্চলের জনজীবন ঐতিহাসিকতা, সংস্কৃতিগত বৈচিত্র ও লোকায়ত ঐতিহ্যে পরিপূর্ণ। চৈনিক পপর্যটক হিউয়েন সাং তাঁর গ্রন্থে গলসি অঞ্চল কে ' উতুপ্রদেশ ' নামে চিহ্নিত করেছেন। গলসি অঞ্চলের নামকরণ কিভাবে হলো তা নিয়ে গবেষকদের মধ্যে মতপার্থক্য রয়েছে।অনেকে বলেন গ্রাম্য দেবতা গর্গেশ্বর শিবের নাম থেকে গ্রামের নাম হয়েছে গলসি,ডঃ সুকুমার সেন মনে করেন 'গলশাশী' শব্দ থেকে গলসি নাম এসেছে;বহু পূর্বে এ অঞ্চল ছিল গভীর শাল বনের জজ্ঞল,তখন ঠ্যাঙারেরা পথচারীদের হত্যা করে সে জজ্ঞলে পথের দুপাশে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রাখতো সেই গলায় রসি থেকে গলসী নাম হয়েছে।অনেক গবেষকে মত সামন্ত রাজা ময়গল সিংহের নাম থেকে অঞ্চলের নাম হয়েছে গলসি। গলসি অঞ্চলের বিভিন্ন গ্রামে গ্রামে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা ঐতিহাসিক প্রত্নতাত্বিক নিদর্শন। ১৯৩৯ খ্রিষ্টাব্দে মল্লসারুল গ্রামে জারুল নমক এক পুকুরে মাটিতোলার সময় পাওয়াযায় বঙ্গদেশের প্রাচীনতম তাম্রপট্ট লিপি ' মল্লসারুল লিপি ',যেটি আসলে একটি ভূমিদান পত্র।ননীগোপাল মজ...
গলসীর গ্রামঃঐতিহ্য ও স স্কৃতি বাকতা(জে এল নং১১২) মধ্যযুগীয় প্রাচীন গ্রন্থে স্থানটির আদি নাম 'বকতক'।এখানকার বনিক সম্প্রদায়(তিলি ও তাম্বুলি)মধ্যযুগে বহিবা'ণিজ্যে যেতেন।তখনকার বনিকদের অট্টালিকা ও একাধিক মন্দিরের ধ্বংসস্তুপ আজো বত'মান, যেগুলি আনুমানিক চতু'দ্দশ_পঞ্চদশ শতাব্দীতে নিমি'ত। সারুল(জে এল ১৩৬) "সরু আল"থেকে গ্রামের নাম হয়েছে সারুল।গ্রামের প্রাইমারী স্কুলের দক্ষিণ দিকে অবস্থিত বড় শিব মন্দিরটি টেরাকোটার জন্য বিখ্যাত।প্রায় তিনশো বছর আগে ভূস্বামী শ্রী রামদুল্ল'ভ মুখোপাধ্যায় এই মন্দিরটি তৈরী করেছিলেন। গোপডাল(জে এল ৬৯) গ্রামের বেশির ভাগ অধিবাসী গোপ স ম্প্রদায়ের বলে গ্রামের নাম হ য়েছে গোপডাল।প্রধান অনুষ্ঠান ভগবতীর গাজন,এছাড়াওগ্রামে মনসা পুজা হয়,কাত্তি'ক মাসে ক্ষেপাকালীর পুজা হ য়।গ্রামের ধম'ঠাকুরের নাম বন্য রাজ রায়। বড়োমুড়ে/ছোটমুড়ে(জে এল ১৩৮) বহু আগে এখানকার বাঘা রাজাদের রাজবাড়ি ছিল খানোতে।সেই খানো রাজবাড়ি যাবার ছিল দুটো পথ,যেটি বেশি গুরুত্বপূন' সেটি বড়োমোড়>বড়োমুড়ে,অন্যটি ছোটমোড়>ছোটমুড়ে। পুর...
Comments
Post a Comment