গলসীর গ্রামঃঐতিহ্য ও স স্কৃতি বাকতা(জে এল নং১১২) মধ্যযুগীয় প্রাচীন গ্রন্থে স্থানটির আদি নাম 'বকতক'।এখানকার বনিক সম্প্রদায়(তিলি ও তাম্বুলি)মধ্যযুগে বহিবা'ণিজ্যে যেতেন।তখনকার বনিকদের অট্টালিকা ও একাধিক মন্দিরের ধ্বংসস্তুপ আজো বত'মান, যেগুলি আনুমানিক চতু'দ্দশ_পঞ্চদশ শতাব্দীতে নিমি'ত। সারুল(জে এল ১৩৬) "সরু আল"থেকে গ্রামের নাম হয়েছে সারুল।গ্রামের প্রাইমারী স্কুলের দক্ষিণ দিকে অবস্থিত বড় শিব মন্দিরটি টেরাকোটার জন্য বিখ্যাত।প্রায় তিনশো বছর আগে ভূস্বামী শ্রী রামদুল্ল'ভ মুখোপাধ্যায় এই মন্দিরটি তৈরী করেছিলেন। গোপডাল(জে এল ৬৯) গ্রামের বেশির ভাগ অধিবাসী গোপ স ম্প্রদায়ের বলে গ্রামের নাম হ য়েছে গোপডাল।প্রধান অনুষ্ঠান ভগবতীর গাজন,এছাড়াওগ্রামে মনসা পুজা হয়,কাত্তি'ক মাসে ক্ষেপাকালীর পুজা হ য়।গ্রামের ধম'ঠাকুরের নাম বন্য রাজ রায়। বড়োমুড়ে/ছোটমুড়ে(জে এল ১৩৮) বহু আগে এখানকার বাঘা রাজাদের রাজবাড়ি ছিল খানোতে।সেই খানো রাজবাড়ি যাবার ছিল দুটো পথ,যেটি বেশি গুরুত্বপূন' সেটি বড়োমোড়>বড়োমুড়ে,অন্যটি ছোটমোড়>ছোটমুড়ে। পুর...